[১] টেকনাফে ফেব্রুয়ারি মাসে বিজিবি'র অভিযানে ৯কোটি ৪৫লাখ টাকার ইয়াবা,চোরাই পণ্য উদ্ধার, আটক১৪
আমাদের সময়
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ২০:৫৭
ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফেব্রুয়ারী মাসে বিজিবির অভিযানে ৯কোটি ৪৫লাখ১২হাজার ৪শ’৫৫টাকার ইয়াবা,মাদকদ্রব ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।এ সব জব্দের ঘটনায় ১৪জন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছে। [৩] টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান,ফেব্রুয়ারি মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান …